Process for design check
Posted: Thu Jun 18, 2020 6:31 pm
সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন এবং নিজ বাসাতে পরিবারের সাথে সুস্থ আছেন।
যাই হোক এবার আসল কোথায় আসি
। আমি আপনাদের কাছে জানতে চাই একটা ডিসাইন প্রসেস সম্পর্কে। কে কি ভাবে এই প্রসেস তা ফলো করেন এটা জানতে চাই। আমি একটা খুব সাধারণ উদাহরণ দেই এখানে বোঝার জন্য। ধরুন আপনি বা আপনার টীম একটা ল্যান্ডিং পেজ ডিসাইন করলেন এবং দিন শেষে ডিসাইনটি ডেভেলপারদের কাছে হ্যান্ড ওভার করলেন। ডেভেলপার ওই পেজ টা ডেভেলপ করলো। এর পর বেশির ভাগ ক্ষেত্রেই দুইটা প্রসেস ফলো করা হয়। প্রথমত QA টিম তাদের টেস্ট করে এবং একজন ডিসাইনার "ডিসাইন চেক" করে। আমাদের কোম্পানিতে আমরা এটাকে "ডিসাইন চেক" বলে থাকি। হয়তো আপনারা অন্য কোনো টার্মস ইউস করেন। আমি আসলে এই জিনিসটাই জানতে চাচ্ছি । কি প্রসেস ফলো করেন এই ডিসাইন চেক এর সময়। আমি কিছু প্রশ্ন করি তাহলে হয়তো আপনাদের উত্তর দিতে সুবিধা হবে।
১. ডিসাইন চেক এর কোনো স্ট্যান্ডার্ড নিয়ম আছে কিনা?
২. কোনো টুল অথবা আপ ইউস করেন কিনা?
৩. যদি দেখেন ui ইস্যুস আছে তাহলে সেগুলো কি ভাবে এড্রেস করেন?
৪. আপনার কি স্বাধীনতা আছে প্রোডাক্ট রিলিজ থামিয়ে দেয়ার যদি কোনো ডিসাইন ইসু পান?
৫. মাঝে মাঝে আমাদের ডিজাইনারদের দেখা যায় প্রচুর কম্প্রোমাইস করতে। কারণ প্রোডাক্ট রিলিজ করার ডেডলাইন থাকে। এই ক্ষেত্রে আপনি বা আপনার কোম্পানি কি করে?
সরি ! অনেক প্রশ্ন করে ফেললাম
যাই হোক এবার আসল কোথায় আসি
১. ডিসাইন চেক এর কোনো স্ট্যান্ডার্ড নিয়ম আছে কিনা?
২. কোনো টুল অথবা আপ ইউস করেন কিনা?
৩. যদি দেখেন ui ইস্যুস আছে তাহলে সেগুলো কি ভাবে এড্রেস করেন?
৪. আপনার কি স্বাধীনতা আছে প্রোডাক্ট রিলিজ থামিয়ে দেয়ার যদি কোনো ডিসাইন ইসু পান?
৫. মাঝে মাঝে আমাদের ডিজাইনারদের দেখা যায় প্রচুর কম্প্রোমাইস করতে। কারণ প্রোডাক্ট রিলিজ করার ডেডলাইন থাকে। এই ক্ষেত্রে আপনি বা আপনার কোম্পানি কি করে?
সরি ! অনেক প্রশ্ন করে ফেললাম